নিজস্ব প্রতিবেদন: পদ্মাবতী ছবির পাশে দাঁড়ানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিলেন বিজেপির বিতর্কিত নেতা সুরজ পাল আমু। কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয়লীলা বনশালির মুণ্ডচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন এই বিজেপি নেতা। দল শো-কজ নোটিস পাঠালেও হেলদোল নেই তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাবতীয় বিরোধিতাকে অগ্রাহ্য করে সোচ্চারে পদ্মাবতী ছবির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনাসভায়  তিনি বলেন, ''অন্য রাজ্যে 'পদ্মাবতী' মুক্তি না পেলেও ছবি দেখানোর জন্য সমস্ত ব্যবস্থা করতে তৈরি পশ্চিমবঙ্গ। এটা করতে পারলে বাংলা গর্বিত ও খুশি হবে। সঞ্জয়লীলা বনশালি ও টিম পদ্মাবতীকে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি।''   


মমতার এমন মন্তব্য প্রত্যাশিতভাবে ভাল লাগেনি  আমুর। তাঁর মন্তব্য, ''শয়তানের মতো আচরণ করলে কোনও মহিলার পরিণতি সুর্পণখার মতো হবে। এটা মনে রাখা উচিত মমতার।'' এভাবেই কার্যত মহিলা মুখ্যমন্ত্রীকে নাক কাটার হুমকি দিলেন আমু। শুধু দীপিকা বা বনশালিই নয়, রণবীর সিংয়ের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।