নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের বায়ুসীমায় প্রবেশ করেছিল ভারতীয় যুদ্ধবিমান। স্বীকার করলেন পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। টুইটে তিনি ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের কথা স্বীকার করেছেন। গত বার সার্জিক্যাল স্ট্রাইকের পর মুখে কুলুপ এঁটেছিল পাকিস্তান। এবার অবশ্য মার খেয়েই মুখ খুলল তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস জইশের কন্ট্রোল রুম


পাকিস্তানি সেনার মুখপাত্র বলেছেন, 'ভারতীয় বায়ুসেনা মুজফ্ফরাবাদ এলাকায় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করে। পাকিস্তানি বায়ুসেনা জবাব দিলে ভারতীয় বায়ুসেনা নিজের এলাকায় ফিরে যায়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।'



বায়ুসেনা সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ভোর সওয়া তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজফ্ফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।