ওয়েব ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 'ক্ষুদ্র রাজনীতিবিদ'। ২৪ ঘণ্টার মধ্যেই মোদীকে কটাক্ষের পাল্টা জবাব দিল বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার পাকিস্তানের জিও টিভিতে দেওয়া এক সাক্ষাত্কারে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ করেন। শুধু তাই নয়, আরএসএস-কেও 'জঙ্গি সংগঠন' বলে কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গত রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ান সুষমা স্বরাজ। সেসময়ে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, 'পাকিস্তান জঙ্গি রফতানির সর্বশ্রেষ্ঠ কারখানা।' তারই পাল্টা দিতে গিয়ে মোদীকে আক্রমণ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আক্রমণের পরই সমালোচনার ঝড় ওঠে সব মহলে। বিজেপির মুখপাত্র জিভিএল নরসিংহ বলেন, ''পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন এক ক্ষমতাহীন সরকারের ক্ষুদ্র মন্ত্রী, সংকীর্ণমনা রাজনীতিবিদ। তারা সবসময়ই জঙ্গি সংগঠনগুলির প্রতি আনুগত্য দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পাকিস্তানের


আসল চেহারাটা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন, তাতেই তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য তারই প্রতিফলন।''