দিল্লি, ২ ফেব্রুয়ারিঃ অভিনেতা ও কেন্দ্রীয় সরকারের সমর্থক অনুপম খেরকে ভিসা দিতে অস্বীকার করল পাকিস্তান সরকার।  করাচি সাহিত্য উত্সবে অন্যতম আমন্ত্রিত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এদিকে পাক সরকার ভিসা দিতে অস্বীকার করায় করাচি সাহিত্য উত্সবে যোগদান একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল অনুপম খেরের। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে করাচি সাহিত্য উত্সব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাভাবিকভাবেই পাক সরকারের এহেন সিদ্ধান্তে মর্মাহত সম্প্রতি পদ্মভূষণ প্রাপ্ত এই অভিনেতা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “মোট ১৮ জন ভিসার জন্য আবেদন করেছিল। একমাত্র আমার ক্ষেত্রেই বাতিল করা হল আবেদন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মর্মাহত। ”


যদিও খেরের প্রতিক্রিয়ার উলটো সুরে কথা বলছে পাকিস্তান হাই কমিশন। তাদের সাফ বক্তব্য, ভিসার জন্য কখনও কোনও আবেদনই করেননি অনুপম খের।