ওয়েব ডেস্ক: সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মুতে আন্ত্ররজাতিক সীমা বরাবর মঙ্গলবার কানাচক ও পারগওয়ালে ১২টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে মর্টাল শেল ছুঁড়ল পাক সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিনা প্ররোচনায় এই হামলা করেছে পাক সেনা, দাবি এক ভারতীয় সেনা আধিকারিকের। তিনি জানিয়েছেন এরপর যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।


আজ ভোর ৫টা ৪০ নাগাদ পাকিস্তান সেনারা বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।


এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন আন্তর্জাতিক সীমা বরাবর, দুই সন্দেহভাজন ব্যক্তিকে আজ ঘুরতে দেখা যায়। সেনার অনুমান এই দু'জনেই জঙ্গি।


এই দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পাওয়ার পরেই পাক সেনা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।