মোদীর পর এবার রাজনাথ, পাকিস্তানকে বিঁধলেন `বিষধর সাপ` বলে
ওয়েব ডেস্ক: "জঙ্গি কারখানা বন্ধ করুক পাকিস্তান। তাহলেই সন্ত্রাস দমনে ইসলামাবাদকে সব রকম সাহায্য করবে ভারত", নাম না করেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কড়া বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ব্রিকস স্মমেলনে বিশ্বের দরবারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ দাগার ২৪ ঘণ্টার মধ্যেই সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন রাজনাথ সিং নাম না করে ইসলামাবাদকে সতর্ক করে বলেন, "যারা বাইরে থেকে ভারতে সন্ত্রাসের মদত জোগাচ্ছেন, সেইসব বিষধর সাপদের সাবধান করছি"। এর সঙ্গেই আগামী দিনে সন্ত্রাস মোকাবিলা করার কঠিন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,"গোটা পাকিস্তানই সন্ত্রাসের জ্বালানি জোগাচ্ছে। যার ফলে আগামী দিনে ভারত-পাক সীমান্তে সন্ত্রাস ঠেকানো ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে"। এমনকি রাজনাথ সিং ভারত-পাক, দুই দেশের সুসম্পর্ককে কাঁটা হিসেবে দাঁড় করিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসের প্রতি নমনীয় ভাবকে।