শ্রীনগর: অনুপ্রবেশ নিয়ে মোদীর কড়া মন্তব্যের একদিন পরেই গুলি চলল সীমান্তে। বুধবার জম্মুর সীমান্ত লাগোয়া ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। সংবাদসংস্থাকে এক সেনা আধিকারিক জানিয়েছেন, ""আর এস পুরা সেক্টরের আরনিয়ায় পাকিস্তানি রেঞ্জাররা গুলি চালিয়েছে।'' মঙ্গলবার রাত ও বুধবার সকালে গুলি চলেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত পাঁচ দিনে এই নিয়ে চতুর্থবার শন্তি চুক্তি ভঙ্গ করল পাকিস্থান। পাকিস্তানের নিশানা করেছে বি এস এফের ছাউনিগুলি। গতকাল রাত ১১টা ৫৫ থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। রাত ১টা নাগাদ গুলি চালানো বন্ধ হলেও, সকাল থেকেই তা আবার শুরু হয়ে গিয়েছে। এখনও গুলির লড়াই চলছে।


পাকিস্তানের হামলার জবাবও দিচ্ছে ভারত। সীমান্ত লাগোয়া অঞ্চলে সেনার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।