নিজস্ব প্রতিবেদন: গুজরাটে সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় ২২ অভিযুক্ত বেকসুর খালাস হওয়ার পর মুখ খুললেন মামলায় অন্যতম অভিযুক্ত ডিজি বানজারা। গুজরাট পুলিসের এই বিতর্কিত আধিকারিক জানিয়েছেন, ‘সেদিন এনকাউন্টারে সোহরাবউদ্দিনকে হত্যা না করা হলে তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের খুন করার পরিকল্পনা সফল হয়ে যেত। পাশাপাশি গুজরাটও কাশ্মীর হয়ে যেত।‘


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আত্মরক্ষার্থেই 'প্রাক্তন' স্বামীর গলায় ফাঁস! খড়দা খুনে পর্দা ফাঁস


শুক্রবার সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সেখানে বলা হয়েছে সোহরাবউদ্দিন এনকাউন্টারের ঘটনা ভুয়ো বা সাজানো নয়। বরং তা সত্যি। এনিয়ে বানজারা বলেন, ‘সেই সময় গুজরাটে বিজেপি সরকার ছিল। অন্যদিকে কেন্দ্রে ছিল ইউপিএ সরকার। ফলে গোটা ঘটনায় রাজস্থান, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ পুলিসকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।‘


বানজারা বলেন, ‘আমি প্রথম থেকেই দাবি করছিলাম সোহরাবউদ্দিন এনকাউন্টার কোনও সাজানো ঘটনা নয়। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা গুজরাটে ঢুকছিল মোদীজিকে হত্যা করার জন্য। তাদের নিকেশ করতে এনকাউন্টার করতে হয়।‘


উল্লেখ্য, সোহরাবউদ্দিন-কওসর বি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন এই ডিজি বানজারা। সিবিআইয়ের তদন্ত তাঁর দিকেই আঙুল তোলে। তদন্তের সময় তাঁকে বহুদিন জেলেও থাকতে হয়।


আরও পড়ুন-রথযাত্রার কী দরকার? প্রশ্ন ফারুখের, নবান্নে মমতার সঙ্গে সাক্ষাত্


প্রসঙ্গত, গুজরাট পুলিসের দাবি ছিল, ২০০৫ সালে এক এনকাউন্টারে মারা যায় সোহরাবউদ্দিন সেখ। সে ছিল লস্কর-ই-তৈবার সদস্য। নরেন্দ্র মোদীকে খুন করার পরিকল্পনা করেছিল সে। অন্যদিকে সিবিআইয়ের দাবি, সোহরাবউদ্দিন একজন গ্যাংস্টার। সোহরাবউদ্দিন, তাঁর স্ত্রী ও সোহরাবের সঙ্গী তুলসীরাম প্রজাপতিকে  অপহরণ করে খুন করে গুজরাট এটিএস। এক্ষেত্রে একটি ষড়য়ন্ত্রের অভিযোগ উঠছিল গুজরাট এটিএসের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণ হয়নি।