ওয়েব ডেস্ক : ''ঢের হয়েছে! কাশ্মীর সমস্যা মেটাতে এবার স্থায়ী সমাধানসূত্র বের করবে NDA সরকার।'' জম্মু ও কাশ্মীরে গত এক বছরের বেশি সময় ধরে চলে আসা উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আজ এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ''পাকিস্তান প্রতি পদক্ষেপে কাশ্মীর ইস্যুতে ভারতকে সমস্যায় ফেলতে চাইছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কুলভূষণকে উদ্ধারে পাকিস্তানের বিরুদ্ধে 'গোপন অপারেশনে' ভারত?


চলতি বছর ১২ এপ্রিল কাশ্মীর লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে সেখানে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষী ও বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ২০১৬ সালে হিজবুল মুজাহেদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে যুব সংগঠনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনও পর্যন্ত ৯০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। কাশ্মীরিদের একাংশের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। আর তাই তার প্রতিবাদ করতেই পথে নামতে হচ্ছে তাদের।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''পরিস্থিতি বদলাবেই। আমরা প্রতি পদক্ষেপে অত্যন্ত সতর্ক। সেই সঙ্গে আশা করছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানও তাদের স্বভাব বদলাবে। তবে তারা যদি তা না করে তাহলে ভারত তাদের বদলাতে বাধ্য করবে এবার।''