স্বাধীনতা দিবসের পরদিনই সীমান্তে মর্টার ছুড়ল পাকিস্তান, পাল্টা জবাব ভারতের
ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের পরদিনই বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানের সেনা।ছোড়া হয় ছোটো অস্ত্র, অটোমেটিকস ও মর্টার। এখনও হতাহতের কোনও খবর নেই।
আজ ভোর সাড়ে ৫টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে পাক সেনা।
পালটা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। এখন সেখানে গুলি বিনিময় চলেছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। গতকাল বারামুলা জেলার উরি সেক্টরের বাজ় ও নাম্বলা এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা।
শনিবার পুঞ্চে পাকিস্তানের হামলায় শহিদ হন সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (JCO)। মৃত্যু হয় স্থানীয় এক মহিলার।