সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পুঞ্চ-এ ফের গুলি চালাচ্ছে পাকিস্তান, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক : যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। শুক্রবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। তবে পাকিস্তানি সেনার হামলার আঁচ পেতেই পাল্টা গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনাও। বৃহস্পতিবার পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিতে এক জওয়ান শহিদ হন। নিহত হন আরও এক স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন : কর্নেলের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, সেনার ব্রিগেডিয়ারের কি হল জানেন?
বৃহস্পতিবারের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে পুঞ্চ সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা।
দেখুন সেই ভিডিও..
এদিকে গত ৬ অক্টোবর রাজৌরির বাবা খোরি সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। পাশাপাশি ৪ অক্টোবরও পুঞ্চ লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সেনা সূত্রে খবর, ২০১৬ সালের তুলনায় ২০১৭-তেই সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু চালাচ্ছে পাকিস্তান।
অন্যদিকে পুঞ্চ-এর পরই পুলওয়ামার ত্রাল-এর বেশ কিছু জায়গায় তল্লাসি শুরু করেছে সেনা বাহিনী। ওই এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে, সেই আশঙ্কাতেই ত্রালে জোর তল্লাসি শুরু করে সেনা বাহিনী।