ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের গুলি চালাল পাকিস্তান
ওয়েব ডেস্ক : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের গুলি চালাল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে আর এস পুরার আর্নিয়া সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার কেরন সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তান। মঙ্গলবার পাক সেনার গুলিতে নিহত হন এক ভারতীয় জওয়ান। পাশাপাশি পাক সেনার গুলিতে আহত হন আরও এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার একদিন পর ফের আজ সকালে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা।
সেনা সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছে পাকিস্তানি রেঞ্জার্সরা। যার জেরে সীমান্ত লাগোয়া এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এমনকী, সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকার বাসিন্দারা ঘর বাড়িও ছাড়তে শুরু করেছেন বলে খবর।