নিজস্ব প্রতিবেদন: ভারতের সংঘর্ষ বিরতির ঘোষণাই সার। মঙ্গলবার রাতে জম্মুর সাম্বা জেলায় চাম্বিলাল সেক্টরে প্রবল গোলাবর্ষণ করে পাক সেনা। পাক গুলিতে শহিদ হয়েছেন বিএসএফের এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সহ ৪ জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যে বড় দুর্যোগের পূর্বাভাস, নবান্নের নির্দেশে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রু


এক সপ্তাহ আগেই দু’দেশের ডিজিএমও প‌র্যায়ে বৈঠক হয়। সেখানে ঠিক হয় ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি দু’দেশই মেনে চলবে। তার পরই এরকম ভয়ঙ্কর হামলা করল পাকিস্তানি সেনা। বিএসএফের ইনস্পেক্টর জেনারেল রাম অবতার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে পাক রেঞ্জাররা রামগড়ে প্রবল গোলগুলি চালায়। ওই গুলিতে মৃত্যু হয়েছে ৪ বিএসএফ জওয়ানের। মারাত্মক জখম হয়েছেন আরও ৩ জওয়ান।’



উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ চাম্বিলালে গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা। গুলি চালানো হয়ে ভোর সাড়ে চারটে প‌র্যন্ত। পাল্টা গুলি চালায় বিএসএফও। এনিয়ে এবছর মোট ১ হাজার বার সংঘর্ষ চুক্তি ভেঙে গুলি চালাল পাকিস্তান।


আরও পড়ুন-ডোনাল্ডের ‘ট্রাম্প কার্ডে’ সিলমোহর কিমের, খুশি মুন-জিনপিংও


গত ২ জুন জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর গুলি চালায় পাক রেঞ্জাররা। ওই গুলিতে মত্যু হয় ২ বিএসএফ জওয়ানের। একইসঙ্গে আখনুরের কানাচক ও খোর সেক্টরে প্রবল গোলাগুলি চালানো হয়। এতে আহত হন ১০ জন।