ওয়েব ডেস্ক: তিরিশ বছরে প্রথমবার আস্থা ভোট তামিলনাড়ু বিধানসভায়। জিততে মরিয়া পালানি-পনীর দুপক্ষই। দলের বেশ কয়েকজন বিধায়কের সমর্থন পেলেও, গোল্ডেন বে রিসর্ট দুর্গে সরাসরি ভাঙন ধরাতে পারেনি পনীর শিবির। তবে এজন্য থেমে নেই তাঁরা। কৌশলী পনীর দাবি তুলেছেন, গোপন ব্যালটে ভোটের। স্পিকার পি ধানাপালের কাছে এই দাবি জানানো হয়েছে। তাঁদের যুক্তি, AIADMK-র অনেক বিধায়কই সমর্থন করছেন পনীরসেলভমকে। কিন্তু ভয় দেখিয়ে তাঁদের রিসর্টে আটকে রাখা হয়েছে। হুমকির ছায়ায় তাঁদের পক্ষে নির্ভয়ে ভোট দেওয়া সম্ভব নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ কুর্সি ধরে রাখার পরীক্ষায় নামছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী


তাই গোপন ব্যালটেই যেন আস্থা ভোট নেওয়া হয়। স্পিকার অবশ্য এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি। সরাসরি AIADMK বিধায়কদের উদ্দেশেও পনীরের বার্তা, শশীকলার পরিবারতন্ত্রের রাজনীতি রুখতে আস্থা ভোটের বিপক্ষে যেন ভোট দেন তাঁরা। শশী-নির্বাচিত পালানিস্বামীকে সমর্থনের মানে আসলে প্রয়াত AIADMK নেত্রী জয়ললিতার সঙ্গে বেইমানি।


আরও পড়ুন  নোট বাতিলের সিদ্ধান্তে গোঁড়াতেই গলদ : রাজীব বাজাজ