সুপ্রিম কোর্টে তৃণমূল-বিজেপি জোর সওয়াল-জবাব, সোমবার রায়দান
যে সমস্ত জেলায় হিংসার অভিযোগ তুলছে বিরোধী দল, সেখানে তৃণমূলের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি, সওয়ার রাজ্য সরকারের।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে পঞ্চায়েত ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে সুপ্রিম কোর্টে জোর সওয়াল করল বিজেপি। পালটা তথ্য দিয়ে রাজ্যের দাবি, অনেক জায়গাতেই শাসক দলের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি। দুপক্ষের বক্তব্য শোনার পর রায়দান সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন শীর্ষ আদালতে বিজেপির আইনজীবী বলেন, ''গোটা রাজ্য হিংসা কবলিত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। মনোনয়ন জমা দিতে পারছেন না বিরোধী প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হোক। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হোক।''
রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পাল্টা পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, ''যে সমস্ত জেলায় হিংসার অভিযোগ তুলছে বিরোধী দল, সেখানে তৃণমূলের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি। মনোনয়ন জমার সময়সীমা বাড়ানো হলে অন্য রাজনৈতিক দলগুলিও নানা দাবিতে আদালতে আসতে পারে। তখন ভেস্তে যাবে নির্বাচনী প্রক্রিয়া। অনলাইনে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়। কারণ মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হয়। তখন নথি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট আধিকারিক।''
আরও পড়ুন- সংসদের অধিবেশন পণ্ড হওয়ায় বেতন ও ভাতা নেবেন না বিজেপি সাংসদরা
নির্বাচন কমিশনের নির্দেশিকা উল্লেখ করে সিঙ্ঘভি জানান, এসডিও এবং বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সূত্র ধরেই পাল্টা বিজেপির আইনজীবী বলেন, ওই নির্দেশিকাতেই রাজ্য নির্বাচন কমিশন স্বীকার করেছে, সন্ত্রাসের অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সবার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টে অভয় মনোহর পাপরে ও আরকে আগরওয়ালের বেঞ্চে জানায়, আগামী সোমবার হবে এই মামলার রায়দান।
আরও পড়ুন- কাশ্মীর নিয়ে আফ্রিদির বিতর্কিত টুইটের পাল্টা দিলেন সচিন, কোহলিরা