নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেনে শর্ট সার্কিটের আতঙ্ক ছড়াল মুম্বই-গোরক্ষপুর লোকমান্য তিলক এক্সপ্রেসে। ট্রেনের বি-১ ও বি-২ কামরায় শর্ট সার্কিটের ফলে পোড়া গন্ধ পাওয়া যায় বলে দাবি করেন যাত্রীরা। যদিও অ্যাটেন্ডেন্টের পাল্টা দাবি, সংশ্লিষ্ট কামরায় এসি মেশিনের ব্যটারি খারাপ হয়ে যাওয়ায় ইমার্জেন্সি লাইট জ্বলে গিয়েছিল। তাই দেখেই যাত্রীরা ভয় পেয়ে চিত্কার শুরু করেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেনের বি২ কামরার এক যাত্রী বলেন, ট্রেনটি কানপুরে ঢোকার আগেই হঠাত্ বিকট শব্দ শোনা যায়। সেই সঙ্গে পোড়া গন্ধ বেরতে থাকে ও ধোঁয়াও দেখা যায়। ট্রেন অ্যাটেন্ডেন্টকে বলার পরও তিনি তাতে কোনও কর্ণপাত করেননি। শুধু হাফিজই নন, একই অভিযোগ ওই দুই কামরার আরও যাত্রীদের।  কানপুর স্টেশনে ট্রেনটি পৌঁছতেই যাত্রীরা পুলিসকে ডেকে আনেন। যাত্রীদের দাবি, পুলিসও কামরার ভিতর পোড়া গন্ধ পায়।


আরও পড়ুন- কাশ্মীরে সেনা জওয়ান অপহরণ ও খুনের ঘটনায় জড়িত পাক আইএসআই!


এদিকে ট্রেন অ্যাটেন্ডেন্ট দুর্গেশ কুমার বলেন, বি১ ও বি২ কামরায় একটি ব্যাটারি জ্বলে যায়। তার থেকেই ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে। তাতেই ভয় পেয়ে যান যাত্রীরা। এর সঙ্গে আগুন লাগা বা শর্ট সার্কিটের কোনও যোগ নেই।


গত মাসেই দিল্লি-অন্ধ্রপ্রদেশ এসি সুপারফাস্ট এক্সপ্রেসে চলন্ত অবস্থাতেই আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কয়েকশো যাত্রী।