জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দিল্লিতে ফের মোদী সরকার। মন্ত্রিসভা শপথ গ্রহণের এবার সংসদের বিশেষ অধিবেশ। কবে? ২৪ জুন থেকে ৩ জুলাই। ২৫ জুন লোকসভার স্পিকার নির্বাচন। এরপর ১ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  RSS chief Mohan Bhagwat: 'সব ফেলে আগে মণিপুর'! নমো'র কানে আরএসএসে'র মোহনবাঁশি...


২০১৪ পর ২০১৯-ও, কিন্তু ২০২৪-র আর হল না! এবারের লোকসভা ভোটে একক সংখ্য়াগরিষ্ঠা পেল না বিজেপি। তবে NDA-র সমর্থনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন নরেন্দ্র মোদীই। শপথগ্রহণ পর্ব মিটেছে গত রবিবার। সেদিন প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদী। সঙ্গে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলার দু'জন। বিজেপি রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।


পদাধিকার বলে রাজ্য়সভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি। কিন্তু লোকসভার স্পিকার কে হবেন? সংসদের বিশেষ অধিবেশনেই হবে স্পিকার নির্বাচন। দৌড়ে এগিয়ে  অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী দগ্গুবাতি পুরন্দেশ্বরী! বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী তথা টিডিপি প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের কন্যা পুরন্দেশ্বরীকে লোকসভার স্পিকার করা হতে পারে এবার। সেকারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে।


এদিকে এনডিএ জোট সরকারে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ- উভয়েই লোকসভা স্পিকার পদের দাবি জানিয়েছে। রাজনৈতিক মহলের মতে, পুরন্দেশ্বরী যদি স্পিকার নির্বাচিত হন, সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে 'টিডিপি সেন্টিমেন্ট'কেই! কারণ, সম্পর্কে চন্দ্রবাবু নাইডুর শ্য়ালিকা পুরন্দেশ্বরী। অন্ধ্রপ্রদেশে জোটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিন বারের এই সাংসদ। 


আরও পড়ুন:  NEET UG 2024: নিট নিয়ে বাড়ছে অসন্তোষ, জায়গায় জায়গায় বিক্ষোভ, ফের পরীক্ষা নেওয়ার দাবি



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)