মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করবে বিশেষ ট্রেন, জেনে নিন সম্পূর্ণ সময়সূচি
ট্রেনে চড়ার ব্যাপারে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে রেলের তরফে
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার নয়াদিল্লি স্টেশন থেকে দেশের বিভিন্ন রাজ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়েছে। রবিবার ওই ঘোষণার পরই দেশজুড়ে আটকে থাকা লোকজনের মধ্যে উত্সাহ সৃষ্টি হয়েছে। তবে সোমবার বুকিং শুরু পরেই সমস্যায় পড়েন বহু মানুষ। চাপ বেড়ে যায় রেলের সাইটের ওপরে। ফলে ২ ঘণ্টা বসে যায় আইআরসিসিটিসির ওয়েবসাইট।
সোমবার রেলের তরফে ওই ট্রেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। কখন ছাড়বে, কোথায় থামবে তার বিস্তারিত রয়েছে ওই তালিকায়। আপাতত ১৫ জোড়া ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গে হাওড়া পর্যন্ত ট্রেন আসবে।
আরও পড়ুন-মঙ্গলবার ভেলোর থেকে হাওড়ায় ঢুকছে বিশেষ ট্রেন, রয়েছেন ১২ জেলার ১১৮৬ যাত্রী
ট্রেনে চড়ার ব্যাপারে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে রেলের তরফে।
যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
স্ক্রিনিং করে স্টেশনে ঢোকানো হবে যাত্রীদের।
করোনার কোনও উপসর্গ থাকলে ট্রেনে চাপা যাবে না।
যাত্রীদের আনতে হবে জল, কম্বল, চাদর।
ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে।
দেখে নিন কোন স্টেশন থেকে কখন ছাড়বে স্পেশাল ট্রেন