নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫ মাস পর আগামী সোমবার থেকে চালু হচ্ছে নয়ডা-গ্রেটার নয়ডা মেট্রো সার্ভিস। অ্যাকুয়া লাইন বলে পরিচিত ওই লাইনে মেট্রো রেল চালানো হচ্ছে কড়া করোনা সতর্কতাবিধি মেনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল সূত্রে খবর, কোনও যাত্রী মাস্ক না পরলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি, স্টেশনে থুথু ফেললে দিতে হবে ১০০ টাকা।


আরও পড়ুন-কলকাতা-উত্তর ২৪ পরগনায় ফের বাড়ল করোনা সংক্রমণের হার, দেখুন বাকি জেলাগুলির কী পরিস্থিতি


নয়ডা মেট্রোর তরফে শনিবার জানানো হয়েছে, ওইসব বিধি কড়া ভাবে লাগু করা হবে। করোনা ভাইরাস সংক্রমণে রুখতে কঠোরভাবে তা লাগু করবে মেট্রো কর্মীরা। এছাড়া সোশ্যাল ডিসট্যান্স মানা হচ্ছে কিনা তাও দেখবেন মেট্রো কর্মীরা। ট্রেন বা অন্য জায়গায় থুথু ফেললে ১০০ টাকা জরিমানা হবে। পাশাপাশি মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা ফাইন।


আরও পড়ুন-১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেলের ১.৪ লক্ষ শূন্যপদের নিয়োগ পরীক্ষা 


শনিবার নয়ডা মেট্রোর প্রধান রবীন্দ্র সাক্সেনার নেতৃত্বে একটি ট্রেন অ্যাকুয়া লাইনের পরিকাঠামে খতিয়ে দেখেন। লাইন পরীক্ষা করে দেখতে রেল মোটর ট্রলিতে চেপে দুটি স্টেশন ঘুরে দেখেন মেট্রো আধিকারিকরা