নিজস্ব প্রতিবেদন: পোশাক বিধি তৈরি করে বিতর্কে পাটনার জে ডি ওমেনস কলেজ। ক্লাসে বোরখা পরে আসতে পারবেন না ছাত্রীরা। এমনই এক ফতোয়ায় তোলপাড় কলেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সিএএ বিরোধী বিক্ষোভের পেছনে পপুলার ফ্রন্ট, হয়েছে বিপুল টাকার লেনদেন!


শনিবার কলেজের নোটিস বোর্ডে লেখা হয় কলেজ চত্বরে কোনও ছাত্রী বোরখা পরে আসতে পারবেন না। এই পোশাক বিধি ভাঙলে দিতে হবে ২৫০ টাকা জরিমানা। নোটিসে সাক্ষর করেন কলেজের প্রিন্সিপ্যাল ও প্রোক্টর। ওই নোটিস পরতেই শুরু হয়ে যায় বিতর্ক। বিক্ষোভ দেখান ছাত্রীরা।


বোরখা নিষিদ্ধ করার বিষয়টিকে সমর্থন করেন কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ড. অশোক কুমার যাদব। তিনি বলেন, কলেজ যে পোশাক বিধি তৈরি করেছে তা মেনেই কলেজে আসতে হবে। তা না মানলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।


আরও পড়ুন-নিষেধ সত্ত্বেও জোর করে নাচানাচি, সদ্যোজাতের মৃত্যুতে বৃহন্নলাদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ


এদিকে, ওই নোটিস দেওয়ার কয়েক ঘণ্টা পরই তা ফিরিয়ে নিতে বাধ্য হন কর্তৃপক্ষ। সংবাদসংস্থাকে  কলেজের প্রিন্সিপ্যাল ড শ্যামা রায় বলেন, কলেজে ইতিমধ্যেই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।  মোবাইল ফোন ব্যবহার করার জন্য একটি স্থান ঠিক করা হয়েছে। বোরখা ব্যবহারের ওপরে কোনও বিধিনিষেধ আর  নেই।  তবে তারা চাইলে বোরখা খুলে ক্লাসে আসতে পারেন। আমাদের উদ্দেশ্য ছিল কলেজে একটি নিয়মানুবর্তিতা বজায় রাখা। বোরখা নিষিদ্ধ করার নির্দেশ তুলে নেওয়া হয়েছে।