ওয়েব ডেস্ক: বিজেপির সাহায্য নিয়ে বিহারে নীতীশের সরকার গড়ার বিরুদ্ধে লালুর দলের আবেদন নাকচ করে দিল পাটনা হাইকোর্ট। রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক সরোজ যাদব গত ২৮শে জুলাই এই মামলা দায়ের করে বিধানসভায় নীতীশের 'সমর্থন প্রমাণে'র (ফ্লোর টেস্ট) উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু আদালতের পক্ষে তখনই জানিয়ে দেওয়া হয় যে, স্থগিতাদেশ কিছুতেই সম্ভব নয়, কারণ মামলাটি আদালতে উঠতে কমপক্ষে ৩১জুলাই (অর্থাত্ আজ) পর্যন্ত সময় লাগবে। সেই মতো নীতীশ পরদিন বিহার বিধানসভায় নিজের পক্ষে ১৩১ বিধায়কের সমর্থন প্রদর্শন করেন এবং আজ ওই আবেদন আদালতে পেশ হলে লালুর দলের অভিযোগ খারিজ করে দেন বিচারপতি।


প্রসঙ্গত, গত বুধবার 'দুর্নীতির সঙ্গ ত্যাগ করে' বিহারের মহাজোট সরকারের মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন নীতীশ কুমার। মহাজোট সরকারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা এবং তাঁর পদত্যাগ না করার অনড় অবস্থানের কারণেই নীতীশের এই পদত্যাগের সিদ্ধান্ত। আর পদত্যাগের কার্যত ঘন্টাখানেকের মধ্যেই বিজেপি এগিয়ে আসে নীতীশের সমর্থনে। পুনরায় মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার এবং নতুন সরকারের উপ-মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন বিহারে এনডিএ সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির প্রধান সুশীল মোদী। এর পরদিনই বিজেপির সাহায্যে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমান করেন নীতীশ। এইভাবে 'জনাদেশকে অগ্রাহ্য করে' সরকার গঠনকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল লালুপ্রসাদের দল। আজ সেই আবেদনই খারিজ করে দিল মহামান্য পাটনা আদালত। (আরও পড়ুন- ''আমায় ক্ষমা করবেন!'' লালুকে ফোনে বলেছিলেন নীতীশ...)