ওয়েব ডেস্ক: তাপপ্রবাহের প্রভাব ময়ূরের শরীরে। মাত্রাতিরিক্ত গরমে প্রাণ যাচ্ছে জাতীয় পাখির। উত্তরপ্রদেশের কনৌজে গেলে আর দেখা যাবে না পেখম তোলা সেই নাচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওরা নাকি বুঝতে পারে, কখন মেঘ জমছে আকাশে। ওরা এটাও বুঝতে পারে, কবে নামবে অঝোরধারা। তখন ওরা পেখম মেলে এভাবেই নেচে উঠবে। বড়ই মনোরম সে দৃশ্য। রাজ্যের মানুষের কাছে অবশ্য এ ছবি বিরল। এ ছবি দেখতে গেলে যেতে হবে রাজস্থান বা উত্তরপ্রদেশ। কিন্তু চাঁদিফাটা গরম ওদের বাঁচতে দিচ্ছে না। শুকিয়ে যাচ্ছে মাটি। প্রাণ যাচ্ছে ময়ূরের। অসহায় চিত্র কনৌজের কাকরিয়া গ্রামে। মরা ময়ূরের মাংস খাচ্ছে কুকুর। এই ছবি দেখলেই বন দফতরে খবর দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হিট স্ট্রোকেই ময়ূরের মৃত্যু হচ্ছে বলে জানাচ্ছেন বনাধিকারিক। শুধু ময়ূর নয়, তীব্র গরমে মৃত্যু হচ্ছে কুকুর, শিয়ালেরও।


প্রকৃতির কাছে অসহায় প্রাণী। তবুও এ মৃত্যুমিছিল কি ঠেকানো সম্ভব?