ওয়েব ডেস্ক : ফের দাম কমল পেট্রোল ও ডিজেলের। গতকাল মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। গত কয়েক মাসে ক্রমাগত দাম বাড়ার পর গত ৩০ জন ও ১ জুলাই পরপর দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের। এবার সেই দাম অনেকটাই হ্রাস পেল বলে দাবি পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থাগুলির। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই এই দামের ক্ষেত্রে হ্রাস বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জানেন প্রেট্রোল বা ডিজেল কিনতে কত টাকা বেশি দেন আপনি?


পেট্রোলের ক্ষেত্রে লাটার প্রতি ২ টাকা  ২৫ পয়সা ও ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ৪২ পয়সা কমানো হয়েছে। দাম কমার ফলে কলকাতায় পট্রোলের দাম কমে হল ৬৬ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম কমে দাঁড়াল ৫৬ টাকা ৪৮ পয়সা।