নিজস্ব প্রতিবেদন: দফায় দফায় বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। ফের ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম পৌঁছল ৯২ টাকা ৪৪ পয়সায়। অন্যদিকে ডিলেরে দাম বেড়েছে ৩৪ পয়সা। নতুন দাম  লিটার পিছু ৮৫ টাকা ৭৯ পয়সা। মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে যে নাভিশ্বাস উঠবে তা বলার বাকি রাখে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশ জুড়ে নির্বাচনের সময়টুকু পেট্রোপণ্যের দাম থমকে ছিল। ভোটের ফলাফল প্রকাশ হতেই দিনে দিনে হু হু করে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। 


প্রতিদিনই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। Bharat Petroleum Corporation Ltd (BPCL), Indian Oil Corporation Ltd (IOCL) এবং Hindustan Petroleum Corporation Ltd (HPCL) জানিয়েছে আজ সকালে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ২৮ ও ৩৪ পয়সা।


Mumbai: Petrol prices – ₹৯৮.৬৫ ; diesel prices – ₹৯০.১১ 


Chennai: Petrol prices – ₹৯৪.০৯ ; diesel prices – ₹৮৭.৮১ 


Kolkata: Petrol prices – ₹৯২.৪৪ ; diesel prices – ₹৮৭.৪১ 


Delhi: Petrol prices – ₹৯২.৩৪; diesel prices – ₹৮২.৯৫


Bhopal: Petrol prices – ₹১০০.৩৬; diesel prices – ₹৯০.৩৯