ওয়েব ডেস্ক: ধীরে ধীরে পেট্রল, ডিজেলের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। এখন রোজই নতুন করে তেলের দাম ঠিক করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্ন্তজাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রতিদিনই এখন তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। এতে নাকি সাধারণ মানুষেরও লাভ। কিন্তু গত জুলাইয়ের পর কতটা বেড়েছে পেট্রল, ডিজেলের দাম?


গত তিন বছরের মধ্যে বর্তমানে পেট্রলের দাম সর্বাধিক। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ধরলে এখনও প‌র্যন্ত পেট্রলের দাম বেড়েছে ৬ টাকা প্রতি লিটার। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ৩.৬৭ টাকা প্রতি লিটার। দিল্লিতে বর্তমানে ডিজেলের দাম ৫৭.০৩ টাকা প্রতি লিটার। গত চার মাসে এটাই সর্বচ্চ দাম। লিটারপ্রতি পেট্রলের দাম পড়ছে ৬৯.০৪ টাকা।


গত ১৬ জুন থেকে রোজই তেলের দাম নতুন করে নির্ধারণ করা হচ্ছে। তার পর থেকে তেলের দাম বেড়েই চলেছে। এর মধ্যে অবশ্য মোট চার বার তেলের দাম কম হয়েছে। তাও ২-৯ পয়সা প্রতি লিটার।


আরও পড়ুন-পুলওয়ামায় জঙ্গি হামলা; পঞ্জাব-হরিয়ানায় ডেরা সমর্থকদের তাণ্ডব, কী বললেন ক্ষুব্ধ গম্ভীর