নিজস্ব প্রতিবেদন: তেলের দাম ক্রমশ উর্ধ্বমুথী। গত ৯ দিনের তেলের দাম বেড়েছে ২ টাকারও বেশি। এরকম এক অবস্থায় তেলের দাম অন্তত ২৫ টাকা কমানো ‌যেতে পাবে বলে দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাথায় প্রবল চাপ, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কুমারস্বামী


বুধবার দিল্লিতে পেট্রলের দাম ৭৭ টাকা পার করে গিয়েছে। দেশের অন্যান্য শহরেও তেলের দাম আতঙ্কে সৃষ্টি করেছে আম জনতার মধ্যে। এরকম এক অবস্থায় চিদম্বরমের দাবি, সরকার তেলের দাম প্রতি লিটারে অন্তত ২৫ টাকা কম করতে পারে।



ট্যুইটারে চিদম্বরম লিখেছেন, ‘আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় সরকার এমনিতেই লিটারপ্রতি ১৫ টাকা বাঁচাচ্ছে। এর পাশাপাশি সরকার লিটারপ্রতি ১০ টাকা অতিরিক্ত শুল্ক বসিয়েছে। সবে মিলিয়ে সরকারের ঘরে আসছে লিটারপ্রতি ২৫ টাকা। ওই টাকা সাধারণ মানুষের পকেট থেকে ‌যাচ্ছে।’



আরও পড়ুন-আজ জয়েন্টের ফল প্রকাশ


এখানেই থেমে থাকেননি চিদম্বরম। অন্য একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‘সরকার চাইলে লিটারপ্রতি পেট্রলের দাম ২৫ টাকা কম করতে পারে। কিন্তু তা সরকার করবে না। বরং লিটারে ১-২ টাকা কম করে সাধারণ মানুষকে ঠকাবে সরকার।’


এদিকে, তেলের দাম কম করার ক্ষেত্রে জিএসটির পক্ষেই সওয়াল করেছেন রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান। এই প্রথম তোলের দাম নিয়ে কোনও সরকারি তেল কোম্পানির কর্তা মুখ খুললেন।