ওয়েব ডেস্ক:  তেলের দাম পড়তে শুরু করেছে। দাম আরও পড়বে। দেশবাসীকে আশ্বাস দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাতে এক অনুষ্ঠানে প্রধান বলেন, পেট্রোলের দাম গত দুদিনে কিছুটা কমেছে। দাম আরও পড়বে। মার্কিন ‌যুক্তরাষ্ট্রে হ্যারিকেনের জন্য ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বেশকিছুটা বেড়ে গিয়েছিল। তবে এখন দাম বাড়ার হার খানিকটা কমেছে। এবার দাম পড়তে শুরু করবে।


প্রসঙ্গত, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল-এর পরিসংখ্যান অনু‌যায়ী গত ২১ সেপ্টেম্বরের পর থেকে ২৩ সেপ্টেম্বর প‌র্যন্ত পেট্রোলের দাম ১০ পয়সা কমেছে। গত ২১ সেপ্টেম্বর তেলের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।


এদিকে, পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা উঠেছে। কারণ হিসেবে বলা হচ্ছে এর ফলে তেলের দাম অনেকটাই নেমে আসবে। প্রধান বলেন, সরকারও পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার পক্ষে। এ ব্যাপারে জিএসটি কাউন্সিলকে চিন্তাভাবনা করতে বলা হয়েছে।


আরও পড়ুন-শিলিগুড়ির গোঁসাইপুরে যুবতীকে ধর্ষণ করে খুন