সরকারের অাশ্বাসই সার, পেট্রোল পাম্পে `চলছে` না ৫০০, ১০০০
ওয়েব ডেস্ক: পেট্রোল পাম্পে দুদিন চলবে পুরনো নোট। সরকারের অশ্বাসই সার। কোনও পেট্রোল পাম্প বড় নোট ভাঙিয়ে খুচরো দিতে নারাজ। আজ সকাল থেকে অনেক পেট্রোল পাম্পে চালু হয়েছে ক্রেডিট নোট। অর্থাত্ কোনও ক্রেতা যদি পুরনো পাঁচশো টাকার নোট দিয়ে দুশো টাকার তেল চান, সে ক্ষেত্রে তেল দেওয়ার পর ক্রেতাকে একটি ক্রেডিট নোট ধরানো হচ্ছে। নোট সমস্যা কিছুটা মিটলে ওই ক্রেডিট নোট দেখিয়ে বাকি টাকা ফেরত পেয়ে যাবেন ক্রেতারা। যাঁরা পেট্রোল পাম্পের এই ব্যবস্থা রাজি নন, তাঁদের পাঁচশো বা হাজার টাকারই তেল নিতে হচ্ছে।
তবে এটা খণ্ডচিত্র। বেশিরভাগ পেট্রোল পাম্পই কিন্তু পাঁচশো বা হাজারের নোট খুচরো করে তেল দিতে নারাজ। ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা।