জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ভারতের গাড়িতে পাঁচ বছর পরে লাগবেই না পেট্রল। তিনি বিষয়টি ব্যাখ্যা করে জানান, গ্রিন ফুয়েলের যুগ আসছে। গাড়ি এবং স্কুটারে লাগবে গ্রিন হাইড্রোজেন, ইথানল ফ্লেক্স ফুয়েল, সিএনজি, এলএনজি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীতিন গডকড়ি সম্প্রতি ড. পাঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠ থেকে ডিগ্রি পেয়েছেন। সেইখানেই সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে সড়ক ও পরিবহণ মন্ত্রী এ কথা বলেন। 


গড়কড়ি কৃষি গবেষক ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানান যে, তাঁরা যেন আগামী ৫ বছরে কৃষিজ পণ্যের বৃদ্ধি নিয়ে আরও বেশি ভাবনাচিন্তা করেন। কৃষকদেরও এই নতুন দিনের গবেষণাজাত জ্ঞান হাতেকলমে শিক্ষা দেওয়ার কথা জানান তিনি। এই প্রসঙ্গে সড়ক ও পরিবহণ মন্ত্রী মহারাষ্ট্রের কৃষকদের বিশেষ প্রশংসাও করেন। তাঁদের তিনি 'ট্যালেন্টেড' বলে উল্লেখ করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: দুই পক্ষের সম্মতিতে সহবাস, বিয়ে না হলেও ধর্ষণ নয়: হাইকোর্ট