ওয়েবডেস্ক: পিএফ অ্যাকাউন্ট ‌যাদের রয়েছে তাদের জন্য সুখবর। এখন থেকে চাকরি বদল করলে আপনার পিএফের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এর জন্য আপনাকে কোনও ঝামেলা পোহাতে হবে না। এমনটাই জানিয়েছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওরগানাইজেশন-ইপিএফও।সাধারণভাবে একটি চাকরি ছেড়ে নতুন কোনও চাকরিতে ‌যোগ দিলে কোনও চাকরিজীবীকে একটি পিএফ অ্যাকাউন্ট বন্ধ করে অন্য একটি অ্যকাউন্ট খুলতে হয়। অথবা একটি পিএফ অ্যাকাউন্টের টাকা অন্য একটি অ্যকাউন্টে সরিয়ে নিয়ে ‌যেতে হয়। এবার সেই ঝক্কি থেকে মুক্তি দিচ্ছে ইপিএফও। এবার নতুন চাকরিতে ‌যোগ দেওয়ার পরের মাস থেকেই পিএফ-এ টাকা টান্সফার হয়ে ‌যাবে। এমনটাই জানিয়েছেন, ইপিএফও কমিশনার ভি পি জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হেলমেট পরেননি কেন? প্রশ্ন শুনেই ট্রাফিক পুলিশকে কষিয়ে চড় বাইক আরোহীর, দেখুন ভিডিও


ইপিএফও কমিনার আরও জানিয়েছেন, পিএফের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কারও আধার ও ভোটার আইডি থাকলেই কোনও আবেদন ছাড়াই টাকা ট্রান্সফার হয়ে ‌যাবে।


আরও পড়ুন  জাতীয় সঙ্গীতের মূকাভিনয় সংস্করণ