পিএফের জমা টাকার উপর বাড়তে চলেছে সুদের হার
কেন্দ্রীয় বাজেট পেশের আগেই সুখবর। অন্তত ৬ কোটি মানুষ সরাসরি এমন সুবিধা পেতে চলেছেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগ্যানাইজেশন ঠিক করেছে আগামী আর্থিক বছর থেকে প্রফিডেন্ট ফান্ডে জমা টাকার সুদ বাড়ানো হবে। এই সুদের পরিমাণ গত দু বছর ছিল ৮.৭৫ শতাংশ। সামনের আর্থিক বছরে এটা বেড়ে দাঁড়াচ্ছে ৮.৮ শতাংশ।
ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বাজেট পেশের আগেই সুখবর। অন্তত ৬ কোটি মানুষ সরাসরি এমন সুবিধা পেতে চলেছেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগ্যানাইজেশন ঠিক করেছে আগামী আর্থিক বছর থেকে প্রফিডেন্ট ফান্ডে জমা টাকার সুদ বাড়ানো হবে। এই সুদের পরিমাণ গত দু বছর ছিল ৮.৭৫ শতাংশ। সামনের আর্থিক বছরে এটা বেড়ে দাঁড়াচ্ছে ৮.৮ শতাংশ।
আপাতত প্রায় ছ'কোটি মানুষের টাকা জমানো রয়েছে এই ফান্ডে। সুতরাং, সেখানে সুদের হার বাড়লে ভালোই হবে দেশের সাধারণ মানুষের। এর আগে ঠিক ছিল আগামী বছরে প্ডেন্ট ফান্ডের সুদের হার বাড়িয়ে করা হবে ৮.৯৫ শতাংশ। যদিও এতটা বাড়ানো না হলেও, হাসিই ফুটবে সাধারণ মানুষের মুখে।