`ফুলকে পুল ভেবেই বিপত্তি`, চাঞ্চল্যকর দাবি এলফিনস্টোন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীর
নিজস্ব প্রতিবেদন: 'এক শব্দের ভুল', মুহূর্তে শেষ হয়ে গিয়েছে ২২টি তরতাজা জীবন। এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন আহতদের অনেকেই। মুম্বইয়ের এলফিনস্টোন রেল স্টেশনের ঘটনা এখনও দগদগে। এক সপ্তাহ কাটতে চলল, ফুট ওভার ব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যুর ঘটনা রাতের ঘুম কেড়েছে লাখো জনতার। এরই মধ্যে সামনে এল হৃদয় উদ্বেল করা তথ্য। এলফিনস্টোন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, ১৯ বছরের শিল্পা বিশ্বকর্মার চাঞ্চল্যকর দাবিতে হতভম্ব গোটা মুম্বই। "ফুলকে পুল ভেবেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এক ফুল বিক্রেতা সিঁড়ি চড়তে গিয়ে পড়ে যান এবং চিৎকার করে বলতে থাকেন ফুল পড়ে গেল, ফুল পড়ে গেল (ফুল গির গ্যায়া)", শিল্পার এই বক্তব্যই এখন লোকচর্চার শীর্ষে। তাঁর আরও দাবি, ফুল শব্দকে পুল (ব্রিজ) ভেবেই শুরু হয় ছোটাছুটি, এরপরই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।
আরও পড়ুন- মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশন ফুটব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা, পদপিষ্ট হয় মৃত কমপক্ষে ২২
উল্লেখ্য, গত শুক্রবার এলফিনস্টোন স্টেশনে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। ইতিমধ্যেই ২০জন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করেছে দাদর পুলিস। এই ২০ জনের মধ্যে ৪জন শিল্পা বিশ্বকর্মার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তবে এই বিষয়ে তদন্তকারীরা এখনই কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে এসে উপনীত হননি। সূত্রের খবর, পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে আরও প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করতে চাইছে পুলিস এবং একই সঙ্গে ওই দিনে এলফিনস্টোন স্টেশনের ফুট ওভার ব্রিজের সমস্ত ভিডিও ফুটেজও পর্যবেক্ষণ কবে তদন্তকারীরা।
আরও পড়ুন- এলফিনস্টোন স্টেশনে দুর্ঘটনার আশঙ্কা টুইটে আগেই জানিয়েছিলেন যাত্রীরা