ওয়েব ডেস্ক: বন্যায় বানভাসি চেন্নাই। জীবন গুলো জলের তলায়। মৃত্যু হয়েছে প্রায় ২০০ মানুষের। বিদ্যুৎ নেই, খাবারের সংকট, জল নেই, আটাকে রয়েছে লক্ষাধিক মানুষ। স্পর্শকাতর বললেও কম বলা হয়। এমন ভয়াবহ বন্যা পরিস্থিতে আকাশ পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিল নাড়ু সফর। মাটি থেকে অন্তত  শ'ফুট ওপর দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কপ্টার। ছোট্ট জানালাটা দিয়ে দেখা যাচ্ছে কেবল জল আর জল। প্রেস ইনফরমেশন ব্যুরো সেই ছবিই প্রকাশ করল, তবে ফটোশপের কারসাজি করে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। খবর সরবরাহক হিসেবে PIB একটি নির্ভরযোগ্য স্থান। আর সেখানেই কিনা এমন সাজানো ছবি। নিন্দার সঙ্গেই প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা নিয়েও।