ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যাওয়া কলেজ পড়ুয়াদের খোঁজে তল্লাসি চলছে। দুটি হেলিকপ্টার এবং অকটি ইন্টারসেপ্টর ক্রাফ্টের সাহায্যে তল্লাসি অভিযান চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। তবে এখনও নতুন করে দেহ উদ্ধারের খবর মেলেনি।


গতকাল রায়গড়ের মুরুদ জানজিরা বিচে পিকনিক করত গিয়েছিল পুনের ইনামদার কলেজের একশো পঞ্চান্নজন ছাত্রছাত্রী। তার মধ্যে কুড়ি থেকে বাইশজনের একটি দল সমুদ্রে স্নান নামলে ঘটে বিপত্তি। গতকালই চার ছাত্রী সহ তেরোজন পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃতদের বয়স উনিশ থেকে তেইশের মধ্যে। ঘটনায় টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।