ওয়েব ডেক্স : সিপিআইএম-এর প্রথম সারির নেতারা সকলেই হাজির ছিলেন সেখানে। তাঁদের সকলের সামনেই আজ শপথ নিলেন কেরলের নতুন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়। রাজ্যের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসেবে আজ তিনি শপথ নিলেন। থিরুভন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এই শপথগ্রহণ সমারহ অনুষ্ঠিত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ মে কেরলে নির্বাচন হয়। ১৪০ আসন বিশিষ্ট কেরল বিধানসভায় এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-কে হটিয়ে এবার ক্ষমতায় আসে লেফ্ট ডেমক্রেটিক ফ্রন্ট এলডিএফ। তারা ৯১টি আসনে জয়ী হয়।


২০১১ থেকে রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বে ইউনায়টেড ডেমক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ। মুখ্যমন্ত্রী ছিলেন ওমেন চান্ডি।