নিজস্ব প্রতিবেদন: সংবিধান দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতে তিনি রাজেন্দ্রপ্রসাদ, অম্বেডকর, গান্ধীজির কথা বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সালের আজকের দিনে পাকিস্তান জঙ্গিরা মুম্বই হামলা চালিয়েছিল। দ্রুত মোদী সেই প্রসঙ্গে চলে আসেন। এবং তিনি সরাসরি সেদিনের ঘটনার জন্য পাক-জঙ্গিদের দিকে আঙুল তোলেন। বলেন, কোনও ভাবেই সন্ত্রাসবাদ বরদাস্ত নয়। সেদিন যাঁরা দেশকে রক্ষা করেছেন, তাঁদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। দেশ তাঁদের ভুলবে না। তিনি এ-ও জানান, ২৬/১১-র পুনরাবৃত্তি হবে না। তিনি সেদিনের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। 


টাটাগোষ্ঠীর তাজ হোটেলেই সেদিন আক্রমণ শানিয়েছিল জঙ্গিরা। সেই প্রসঙ্গে রতন টাটাও আজ বলেছেন, তাঁরা সেদিনের কথা ভুলতে পারেননি। ভুলতে পারেননি সেই আতঙ্কের কথা। তিনি বলেন, 'মনে আছে, সেদিন মুম্বইবাসীর একসঙ্গে লড়াই করার কথা'।


ভারতবাসীর জনমনে দিনটি একটা স্থায়ী আতঙ্ক হয়ে আছে। সেই আতঙ্কের কথাই মনে করিয়েই সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী।  


আরও পড়ুন: 'KYC' মানে 'know your constitution': সংবিধান দিবসে বললেন মোদী