নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তান নিয়ে ভারত সরকারের নীতি শুক্রবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলকে তাঁর বার্তা, তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদী বলেন,'আফগানিস্তানে অস্থিরতা ও মৌলবাদি শক্তি মাথা চাড়া দেওয়ায় সারা বিশ্বে সন্ত্রাসী ও উগ্র আদর্শ উৎসাহিত হয়ে উঠেছে। হিংসার মাধ্যমে ক্ষমতা দখলে উদ্যোগী হতে পারে তারা।'


প্রধানমন্ত্রীর আশঙ্কা,আফগানিস্তানে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে মাদক, বেআইনি অস্ত্র ও মানবপাচারের রমরমা বাড়তে পারে। আধুনিক অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে সেখানে। তা এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে।     


আরও পড়ুন- বৈঠকে বেশিরভাগ রাজ্যের আপত্তি; এখনই GST-র আওতায় নয় পেট্রোল-ডিজেল, জানালেন Nirmala


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)