ওয়েব ডেস্ক: অরুণাচলে রাষ্ট্রপতি শাসন, পাঠানকোট জঙ্গি হামলা, জেএনইউ কাণ্ড নিয়ে বাজেট সেশনে বিরোধী ঝড়ের আশঙ্কা। সামাল দিতে অধিবেশনের এক সপ্তাহ আগেই আসরে খোদ প্রধানমন্ত্রী। আজ বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী।  পিএমও সূত্রে খবর, সংসদ সুষ্ঠুভাবে চালাতে বিরোধী দলগুলির নেতাদের কাছে আবেদন জানাবেন প্রধানমন্ত্রী। গত দুটি অধিবেশনে একাধিক ইস্যুতে সংসদ কার্যত অচল করে দেন বিরোধীরা।


রাজ্যসভায় আটকে যায় জিএসটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। সরকারের লক্ষ্য, এবার সেই বিলগুলিকে পাস করানো। সে কারণেই প্রধানমন্ত্রী বৈঠকের ডাক দিলেন বলে মনে করছেন অনেকেই। যদিও বৈঠকে কোন কোন বিল পাস করাতে চায় কেন্দ্র, তা নিয়ে আলোচনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারপক্ষের তরফে।