ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রেড ফোর্ট থেকে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে সেনা বাহিনীর জওয়ান এবং দিল্লি পুলিশের কাছ থেকে গার্ড অফ অনারও পান প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাশ্মীর সমস্যা থেকে শুরু করে জিএসটি কিম্বা কালো টাকা, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে উঠে আসে একের পর এক ইস্যু। মোদী বলেন, ৮০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। জিএসটি নিয়েও এদিন মুখ খোলেন মোদী। নেচিবাচক চিন্তাভাবনাকে সরিয়ে রেখে দেশবাসীকে এগোনোর কথা বলেন তিনি। তাঁর কথায়, 'জিএসটির পর দেশ জুড়ে সততার উৎসব পালন করা হচ্ছে।'


এসবের পাশপাশি মোদী আরও বলেন, দেশের নিরাপত্তা সুরক্ষিত করাই তাঁর সরকারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এবং, সেই কর্তব্য থেকে এক কদমও তাঁর সরকার পিছিয়ে আসবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের কোনও অংশ শুনতে পাননি? দেখে নিন ভিডিও..