ওয়েব ডেস্ক : ফের টুইটারে ট্রেন্ডিং মোদী। টুইটার উপছে পড়ছে মোদীর 'রাম বন্দনা'র প্রশংসায়, সমালোচনায়, আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, #JaiJaiShriRam।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দশেরা উপলক্ষে গতকাল লখনউতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে সেই সভা থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত 'হুঙ্কার' ছাড়েন মোদী। তাঁর বক্তব্য শুরু করেন 'জয় জয় শ্রীরাম' দিয়ে। বক্তব্য শেষও করেন 'জয় জয় শ্রীরাম' দিয়েই। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে আলোচনা। তাহলে ২০১৭-য় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী তাস কি হতে চলেছে অযোধ্যা? রামমন্দির নির্মাণকে হাতিয়ার করেই কি উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্ক জিততে চাইছে মোদী-শাহ জুটি? উঠছে নানান প্রশ্ন।


লোকসভা নির্বাচনে জয়ের পর থেকে এই প্রথমবার 'রাম নাম' মুখে আনলেন মোদী। এমনকী বিগত পাঁচ বছরে সরাসরি রামমন্দির নির্মাণ ইস্যু নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন তিনি। দেখুন টুইটারে প্রতিক্রিয়াগুলি,