ওয়েব ডেস্ক : পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুত্। সবার ঘরে বিদ্যুত্। 'সহজ বিজলি হর ঘর যোজনা', 'সৌভাগ্য'-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিল, জিএসটি চালুর পর ফের বড়সড় অর্থনৈতিক পদক্ষেপ করল মোদী সরকার। চলতি বছর বাজেটেই ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যপূরণেই এবার 'সৌভাগ্য'-এর সূচনা করলেন মোদী।


এই প্রকল্পের আওতায় আর্থ-সামাজিকভাবে দুর্বল প্রতিটি পরিবারকে পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুত দেওয়া হবে। একইসঙ্গে এই প্রকল্পের আওতায় মাত্র ৫০০ টাকায় বিদ্যুতের নতুন সংযোগ পাবেন সাধারণ গ্রাহকরা। প্রকল্পের জন্য মোট খরচ হবে ১৬ হাজার কোটি টাকা।



নোটবাতিলের পর থেকেই বাজার কিছুটা ধুঁকছে। এই পরিস্থিতিতে নয়া প্রকল্প এনে বাজারকে চাঙা করার চেষ্টা করছে মোদী সরকার। লগ্নি টানতে এরপর গ্রামীণ পরিকাঠামো ও আবাসন প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র।


আরও পড়ুন, নবম শ্রেণির অঙ্কেই ফেল বিহারের অঙ্কের অধ্যাপক, লিখলেন 'ট্রাঙ্গাল'