জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভ্রমণ কেন্দ্রগুলিকে 'নতুন জীবন' দিতে এবং যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা বাড়ানোর জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভারত জুড়ে ৫০৮টি রেলওয়ে স্টেশনের পুনর্বিন্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই স্টেশনগুলি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রয়েছে। মোট ২৪,৪৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে এই স্টেশনগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের দেশে রেলের পরিকাঠামোকে যেভাবে কল্পনা করা হয়েছে সেই নতুন তৈরি করা জিনিস বিপ্লব ঘটাবে। এটি 'জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য'-কে বাড়িয়ে তুলবে এবং আরামের পাশাপাশি সুবিধা বাড়াবে। স্টেশনগুলি স্থানীয় স্থাপত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্যও বিশেষ যত্ন নেওয়া হয়েছে’।


আরও পড়ুন: Gyanvapi Case: হিন্দু পক্ষের জন্য বড় সাফল্য? জানুন এএসআই সমীক্ষায় উঠে এল কোন তথ্য?


পুনঃউন্নয়ন যাত্রীদের সুবিধার জন্য সু-পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, আন্তঃ-মডেল একীকরণ এবং সু-পরিকল্পিত সাইন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক যাত্রী সুবিধা প্রদান করবে।


আরও পড়ুন: Earthquake in Delhi: আচমকাই কেঁপে উঠল দিল্লি থেকে কাশ্মীর, আতঙ্ক ছড়াল উত্তরভারতে


এই ৫০৮টি স্টেশন ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানের প্রতিটিতে ৫৫টি, বিহারে ৪৯টি, মহারাষ্ট্রে ৪৪টি, পশ্চিমবঙ্গে ৩৭টি, মধ্যপ্রদেশে ৩৪টি, অসমে ৩২টি, ওড়িশায় ২৫টি, পঞ্জাবের ২২টি। গুজরাট ও তেলেঙ্গানায় ২১টি, ঝাড়খণ্ডে ২০টি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি, হরিয়ানায় ১৫টি এবং কর্ণাটকে ১৩টি।


বর্তমানে, স্কিমটি আপগ্রেডেশন এবং আধুনিকীকরণের জন্য ১,২৭৫টি রেলস্টেশন তৈরির করার পরিকল্পনা করেছে।


পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশনের মধ্যে ব্যারাকপুর স্টেশনও। এর পুনঃবিকাশ করা হবে। এর মধ্যে পূর্ব রেলের ২৮টি স্টেশন তার মধ্যে শিয়ালদা মেন লাইনে সাতটি স্টেশন। এই মেন লাইনে সাতটি স্টেশনের মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের জন্য ২৬.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক এই রেল স্টেশনে চলমান সিঁড়ি প্রবেশ এবং বাইরের আলাদা পথ যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা যাত্রীদের বিশ্রামের জন্য  আধুনিক ওয়েটিং রুম সহ আরও সুব্যবস্থা থাকবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)