Modi Picks up Litter: প্রগতি ময়দানের টানেল পরিদর্শনের সময় নিজের হাতে জঞ্জাল সাফ করলেন মোদী, ভাইরাল ভাইরাল Video
ওই ভিডিয়োটি শেয়ার করেছেন বিজেপি নেতা অমিত মালব্য
নিজস্ব প্রতিবেদন: স্বচ্ছ ভারত অভিযানের কথা হয়তো ভুলতে বসেছেন দেশের মানুষ। কিন্তু সেই কথা হয়তো মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিরার দিল্লির প্রগতি ময়দানে সদ্য খুলে দেওয়া আইটিপিও টানেল পরির্দশনে যান প্রধানমন্ত্রী। টানেলে হাঁটতে গিয়ে প্রধানমন্ত্রী নজরে পড়ে যায় খাবারের প্যাকেট, খালি জলের বোতল। সঙ্গে সঙ্গে তিনি তা নিজের হাতে তুলে নিয়ে তা নির্দিষ্ট জায়গা ফেলে দেন। সেই ভিডিয়ো পোস্ট করেছে সংবাদসংস্থা এএনআই। সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিয়োটি শেয়ার করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। এমনকি প্রগতি ময়দানে সদ্য উদ্বোধন হওয়া আইটিপিও টালেনও তিনি জঞ্জাল নিজের হাতে তুলে সাফ করেছেন।
উল্লেখ্য়, ৯২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ওই টানেল। এর ফলে ভৈরোঁ মার্গ যাওয়ার একটি বিকল্প পথ তৈরি হয়ে গেল। আশা করা হচ্ছে ওই রাস্তার অর্ধেক ট্রাফিক নিতে পারবে এই টানেল।
আরও পড়ুন-বীরভূমে জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ফেসবুকে বিস্ফোরক প্রাক্তন জেলা সভাপতি