নিজস্ব প্রতিবেদন: আম আদমির মতোই মেট্রোয় সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাশের আসনে প্রধানমন্ত্রীকে দেখে চমকে গেলেন যাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৬, আলিপুর রোডে আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালে যাওয়ার জন্য মেট্রো ধরেন মোদী। লোক কল্যাণ মার্গ স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। প্রধানমন্ত্রীকে পাশের আসনে দেখে বিস্মিত হন যাত্রীরা। আম আদমির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। মেটান নিজস্বীর আবদার। 





২০১৬ সালের ২১ মার্চ আম্বেদকর মেমোরিয়ালের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''বাবাসাহেবকে দেশের ইতিহাস থেকে মুছে দিতে সব শক্তি উজাড় করে দিয়েছিল কংগ্রেস। বাবাসাহেবকে অপমান করতে কোনও চেষ্টার কসুর করেনি তারা। আমি কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, বাবাসাহেবের জন্য তারা কী করেছে, তা স্পষ্ট করুক।''   




দিন কয়েক আগেই দলিত বিক্ষোভে উত্তপ্ত হয়েছে কয়েকটি বিজেপি শাসিত। এই পরিস্থিতিতে আম্বেদকরকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী, মত অনেকের।