নিজস্ব প্রতিবেদন: আজ ২০ অগস্ট। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে টুইটারে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে আজ তিনি লেখেন, ‘আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।’



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৪ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলান রাজীব গান্ধী। মঙ্গলবার সকালে বীর ভূমিতে নানা অনুষ্ঠান-সহ রাজ্যে-রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রাজীব গান্ধীর ৭৫তম জন্মদিন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মোনমোহন সিং-সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা এ দিন সকালেই বীর ভূমিতে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান।



আরও পড়ুন: ফোনে মোদীর সঙ্গে কথা হল ট্রাম্পের, নাম না করে ইমরানকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী



দেশে ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের রাশ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। তবে ভারতকে ‘ডিজিটাল’মুখী করে তোলার ক্ষেত্রে রাজীব গান্ধীই পথ দেখিয়েছিলেন বলে মত কগ্রেস অধিকাংশ নেতা-নেত্রীর।