ওয়েব ডেস্ক : হনুমান্থাপ্পাকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী। গোটা ঘটনায় চমত্কৃত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধুবাদ জানিয়েছেন হনুমান্থাপ্পার সাহস ও স্পিরিটকে। সেনার পদস্থ কর্তারাও হনুমান্থাপ্পার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিয়াচেনে পঁচিশ ফুট বরফের তলায় টানা ছদিন চাপা থাকার পরও বেঁচে ফিরেছেন ল্যান্সনায়ের হনুমান্থাপ্পা কোপ্পাড়। আশ্চর্য রক্ষা মানছে গোটা দেশ। এই মুহূর্তে নয়াদিল্লির R R হাসপাতালে চিকিত্সা চলছে হনুমান্থাপ্পার।


সিয়াচেন হিমবাহের উচ্চতা ১৯,৬০০ ফুট। তাপমাত্রা -৪০ডিগ্রি। নয় সেনা জওয়ানের সঙ্গেই সিয়াচেনের সেনাচৌকিতে ডিউটি করছিলেন ল্যান্সনায়েক হনুমান্থাপ্পা। গত বুধবার আচমকাই নেমে আসে তুষার ধস। পুরো সেনা চৌকিটাই চাপা পড়ে যায় পঁচিশ ফুট বরফের তলায়।