নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস হেলাফেলার নয়, জাতির উদ্দেশে ভাষণে বারবার মনে করালেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে চাইলেন আগামী কয়েক সপ্তাহ। শুরুতেই বলেন,''বন্ধুরা, আপনাদের কাছে যতবার যা চেয়েছি, আপনারা নিরাশ করেননি। আপনাদের আশীর্বাদ পেয়ে এসেছি। সবাই মিলে আমরা এগিয়ে চলছি। ১৩০ কোটি দেশবাসীর কাছে আগামী কয়েকটা সপ্তাহ চাইছি। আপনাদের সময় চাই।'' এরপরই রবিবার জনতা কার্ফুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দেন মোদী। সেই অভ্যাস তৈরি করতে রবিবার, ২২ মার্চ 'জনতা কার্ফু' পালনের বার্তা দিলেন। বলেন,''আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত সকল দেশবাসীকে জনতা কার্ফু পালনের অনুরোধ করছি। ওইদিন কোনও নাগরিক ঘরের বাইরে বেরোবেন না। রাস্তায় যাবেন না। পাড়াতেও কারও সঙ্গে মিশবেন না। নিজের ঘরেই থাকুন। জরুরি ক্ষেত্রের সঙ্গে যুক্তদের তো বাইরে বেরোতে হবে। তবে সাধারণ নাগরিকরা দেশহিতে আত্মসংযমের কর্তব্য পালন করুন।''


'জনতা কারফিউ' কেন? তার ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন,'' ২২ মার্চ জনতা কারফিউয়ের সাফল্য ও অভিজ্ঞতা আমাদের আসন্ন চ্যালেঞ্জে মোকাবিলার পাথেয় হবে। এজন্য রাজ্য সরকারগুলিকে নেতৃত্ব দিতে অনুরোধ করছি। এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলি এগিয়ে আসুন।  সবার কাছে রবিবার জনতা কার্ফু সফল করার আবেদন করছি। ''   


করোনাভাইরাস নিয়ে হেলাফেলার মতো পরিস্থিতি নেই বলে বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা,''ভিড় থেকে বাঁচুন। ঘরের বাইরে যাবেন না। আপনারা ভাবছেন, ঠিক আছি, আমার কিছু হবে না। বাজারে ঘুরবেন, রাস্তায় যাবেন। এভাবে ভাবছেন করোনা থেকে বাঁচবেন! এটা ঠিক নয়। নিজের সঙ্গে ও প্রিয়জনের সঙ্গে অবিচার করে ফেলবেন। এজন্য সকল দেশবাসীকে অনুরোধ আরও কয়েক সপ্তাহ জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না।'' 


আরও পড়ুন- 'করেছে গাঁ-উজাড়ি, ওটা নাকি বড্ড ভারী, 'করোনা আতঙ্কতঙ্ক' কবিতা মমতার