নিজস্ব প্রতিবেদন: আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে কোভিড টিকাকরণ। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী (PM Modi)। প্রথম ধাপে সামনের সারিতে ৩ কোটি কোভিড যোদ্ধাদের দেওয়া হবে টিকা (Covid Vaccine)। আর গোটা খরচটাই দেবে কেন্দ্রীয় সরকার। সোমবার বৈঠকের পর নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জানান,'মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন ও টিকাকরণ নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি। রাজ্যগুলির থেকে পরামর্শও এসেছে। করোনার সঙ্কটকালে একজোট হয়ে কাজ করেছি। অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার সংক্রমণ অনেক কম। ৭-৮ মাস আগে সাধারণ মানুষের মনে যে শঙ্কা ছিল, তা আর নেই। তবে ঢিলেমি দিলে চলবে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'১৬ জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম টিকাকরণ শুরু হচ্ছে। দু'টি ভ্যাকসিনই (Covid Vaccine) মেড ইন ইন্ডিয়া (Made In India Vaccine)। অন্যান্য দেশের তুলনায় সস্তাও। বিদেশি ভ্যাকসিনের উপরে নির্ভর করতে হলে পরিস্থিতি জটিল হতে পারত। আরও ৪টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। টিকাকরণ অভিযানের শুরুতে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের। এর পাশাপাশি সাফাইকর্মী, হোমগার্ড, পুলিস,সেনাকেও প্রথম ধাপে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৩ কোটি মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। তার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ও ৫০-র নীচে শারীরিক সমস্যা থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হবে।'



আরও পড়ুন- তৃণমূলে গেলে ঘষটা সাবান, আর বিজেপিতে গেলে সান লাইট : Mamata


প্রধানমন্ত্রী আরও বলেন,'দেশের প্রায় সব জেলায় টিকাকরণের মহড়া চলেছে। বিশ্বের বৃহত্তম নির্বাচনের অভিজ্ঞতাও রয়েছে দেশের। বুথস্তরের রণনীতি এখানে কাজে লাগানো যাবে। কোউইন অ্যাপে আধারেরর মাধ্যমে নথিভুক্ত থাকবে যাবতীয় তথ্য। টিকার পর দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট। দ্বিতীয় ডোজের পর পাবেন চূড়ান্ত শংসাপত্র। আমাদের দুনিয়ার অন্যান্য দেশ অনুসরণ করতে চলেছে, সে কারণে সতর্ক থাকতে হবে। ভারতে কয়েক মাসের মধ্যে ৩০ কোটি জনসংখ্যাকে টিকাকরণের আওতায় আনা হবে। করোনার ভ্যাকসিন নেওয়ার পর কোনও সমস্যা হলে তার ব্যবস্থাও থাকছে।'


আরও পড়ুন- ভুল বোঝাচ্ছে BJP, মতুয়ারা সবাই নাগরিক, অ্যাপ্লাই করলেই বিদেশি হয়ে যাবে : Mamata