গরিবকে গরিব রাখার কোনও চেষ্টা বাদ দেয়নি ওরা, কংগ্রেসের ৭২,০০০-কে ঠুকে বললেন মোদী
মোদী বলেন, রাজ্য সরকারের অসহযোগিতা সত্বেও আমি ওড়িশার জন্য যথাসম্ভব কাজ করার চেষ্টা করেছি। ওড়িয়াদের কল্যাণে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে হাতিয়ার করেছে চৌকিদার।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশা গিয়ে ফের একবার কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী ভোটের মুখে কংগ্রেসের গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা দেওয়ার ঘোষণাকেও চরম কটাক্ষ করেন তিনি।
এদিন ওড়িশার কালাহান্ডি জেলার ভবানীপটনা শহরের কাছে একটি মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, কংগ্রেসের আসল লক্ষ্য গরিবকে গরিব রাখা। একই অভিযোগে ওড়িশার শাসকদল বিজু জনতা দলকেও বিদ্ধ করেন তিনি।
ভাষণের শুরুতেই ওড়িয়া ভাষায় মোদী বলেন, বিজেপিকে ভোট দিন। ২০১৭ সালে উত্তর প্রদেশ ও ২০১৮ সালে ত্রিপুরায় যে ইতিহাস রচনা হয়েছে তার পুনরাবৃত্তি করুন।
মোদী বলেন, রাজ্য সরকারের অসহযোগিতা সত্বেও আমি ওড়িশার জন্য যথাসম্ভব কাজ করার চেষ্টা করেছি। ওড়িয়াদের কল্যাণে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে হাতিয়ার করেছে চৌকিদার।
প্রধানমন্ত্রীর কথায়, দেশে আশাবাদী বদল ও গরিবের জীবনে আশা আকাঙ্খার সঞ্চার মোদী করেনি, করেছে আপনাদের ভোট।
রাহুল গান্ধী হিন্দু নন, তাঁর কাছে ৪টি দেশের পাসপোর্ট রয়েছে, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
এদিন ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দলকেও বেঁধেন মোদী। তিনি বলেন, 'ওড়িশা সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তা সত্বেও ওড়িশার উন্নয়নে নানা প্রকল্প চালু করতে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি।'