নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের আক্রমণ করে গরিব ও কৃষকদের জন্য তাঁর সরকারের কাজের ফিরিস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, গত ২ বছরে দারিদ্র সীমার উপরে এসেছেন ৫ কোটি ভারতীয়।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বানসাগর জলসেচ প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,''৪০ বছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছিল। তার জেরে ১০০ গুণ বেড়েছে প্রকল্পের খরচ। ১৯৭৮ সালে প্রকল্পের খরচ ছিল ৩৫০ কোটি টাকা। আজ এই প্রকল্প শেষ করতে লাগল ৩৪০০ কোটি। দেশের বিশাল ক্ষতি হল। কয়েক দশক ধরে জলসেচের সুবিধা পেলেন না কৃষকরা।'' প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে আমাদের সরকার ক্ষমতায় আসর পর আটকে থাকা প্রকল্পগুলির কাজ শুরু করি। তাদের মধ্যে ছিল বানসাগর জলসেচ প্রকল্পও। প্রধানমন্ত্রী জলসেচ প্রকল্পের সঙ্গে যুক্ত করে কাজ শুরু করি আমরা।'' কেন এতবছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হল? নিজেদের জমানায় শেষ করতে পারলেন না কেন? প্রশ্ন নরেন্দ্র মোদীর। তাঁর কথায়, ''কৃষকদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে এসেছে ওরা। এতবছর ধরে কৃষকরা সমস্যায় পড়েছেন। এই প্রকল্প দুদশক আগে সম্পূর্ণ হলে লাভবান হতেন তাঁরা।''      



প্রধানমন্ত্রীর কথায়,''কৃষকদের নিয়ে যারা কুম্ভীরাশ্রু ফেলে রাজনীতি করছেন, কেন তাঁরা ধানের সহায়ক মূল্য বাড়ানো নিয়ে নীরব ছিলেন। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি রাখব আমি।'' এরপরই প্রধানমন্ত্রী বলেন, ''একটি অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২ বছরে দারিদ্র সীমার উপরে এসেছেন  ৫ কোটির বেশি দেশবাসী। গরিব, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য একাধিক সরকারি প্রকল্প এনেছে সরকার। আর সে জন্যই এটা সম্ভব হয়েছে।''  




আরও পড়ুন- মোদীর জমানায় আর্থিক নীতির সমালোচনা করে মহাজোটের সওয়াল অমর্ত্যর